Last Updated: January 8, 2014 14:52

দেবযানী খোবরাগাড়ে ইস্যুকে সামনে রেখে কঠোর অবস্থান নিল ভারত। দিল্লির মার্কিন দূতাবাসে সমস্ত রকম বাণিজ্যিক কাজকর্ম বন্ধের নির্দেশ দিল কেন্দ্র। ষোলই জানুয়ারির মধ্যে মার্কিন দূতাবাসে একটি ক্লাব বন্ধ করতে বলা হয়েছে।
ভিয়েনা কনভেনশনের চুক্তি অগ্রাহ্য করে ওই ক্লাবটি দূতাবাসের কর্মী বাদে বাইরের লোকের জন্য খুলে দেওয়া হয়। এছাড়াও মার্কিন দূতাবাসের সমস্ত গাড়িকে ট্রাফিক আইন মেনে চলারও নির্দেশ জারি করেছে কেন্দ্র।
First Published: Wednesday, January 8, 2014, 14:52