Devyani Khobragade re-indicted in US visa fraud case, faces arrest warrant

ফের গ্রেফতারের নির্দেশ দেবযানীকে

ফের কাঠগড়ায় দেবযানী খোবড়াগারে। ভিসা জালিয়াতি এবং পরিচারিকাকে কম বেতন দেওয়ার জন্য নতুন করে অভিযোগ আনল মার্কিন গ্র্যান্ড জুরি। দিন দুয়েক আগেই এক মার্কিন বিচারক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করেছিলেন। যদিও ওই নির্দেশে ফের অভিযোগ আনার পথ খোলা ছিল। খোবড়াগাড়ের আইনজীবী ড্যানিয়েল আরশ্যাক এ নিয়ে মুখ খুলতে চাননি। ইতিমধ্যেই দেবযানীর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।

আমেরিকার সরকার পক্ষের আইনজীবী শুক্রবার বলেন, "মার্কিন গ্র্যান্ড জুরি অপরাধের অভিযোগ এনেছেন খোবরাগারের বিরুদ্ধে।" পরে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ নির্দেশ দেন দেবযানীকে গ্রেফতার করার। দেবযানী এখন ভারতে। তাঁকে কখন গ্রেফতার করা হবে সেবিষয়ে আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

First Published: Saturday, March 15, 2014, 11:59


comments powered by Disqus