Last Updated: February 3, 2012 16:49

বলিউড সবসময়ই গুঞ্জন-মুখর। মুখরোচক খবরের কোনও অভাব নেই। এই বুঝি কারও হাতে বাঁধা পড়ল নতুন কারও হাত, এই বুঝি ভাঙল কারও সুখের সংসার। আর দীপিকা পাডুকোনকে নিয়ে বলিউড বাজারে খোশ-গল্পের অন্ত নেই। কখনও রনবীর তো কখনও সিদ্ধার্থ। সম্পর্কের টানাপোড়েনে কোথাও না কোথাও আটকেই পড়েন `টিনসেল টাউন` সুন্দরী।
দীপিকা–সিদ্ধার্থ সম্পর্কের ভাটা পড়েছে, এখবর শোনা যাচ্ছিল বেশ কদিন ধরেই। রনবীরের সঙ্গে দীপিকার নতুন করে বন্ধুত্বই হয়তো তার কারণ। দীপিকা এই বিষয়ে কোনও মন্তব্য করেননি কখনও। কিন্তু সম্প্রতি স্বয়ং দীপিকা সব গল্পের অবসান করে তাঁর `ব্ল্যাক বেরি স্টেটাস ম্যাসেজ`-এ লিখেছিলেন ``গেম ওভার``। শুধু তাই নয়। `স্টেটাস`-এর সঙ্গে নিজের প্রোফাইলের ছবি বদলে সম্পূর্ণ কালো করে দিয়েছেন। জুনিয়ার মালিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের রঙ যে আর গোলাপী নেই তা বুঝে নিতে কোনওসমস্যাই হয় না। সূত্রে খবর, দীপিকার ঘনিষ্ঠ বন্ধুরাও এই `স্টেটাস` বদলে হতচকিত।
রনবীর-দীপিকার প্রেম কাহিনীর `গেম-ওভাররে` পরে অবশ্য দীপিকা অনেক বেশি ভেঙে পড়েছিলেন। সিদ্ধার্থ মালিয়ার ক্ষেত্রে অবশ্য তা হল না। দুদিনের মধ্যেই সরিয়ে দেন তাঁর `স্টেটাস ম্যাসেজ`। প্রশ্ন এখন একটাই। সত্যিই কি সম্পর্কে দাঁড়ি টেনেছেন দীপিকা? "গেম ওভার" কি সত্যিই তাঁদের ব্রেক আপের ইঙ্গিত? সম্পর্ক শুরুর কথাও যেমন তাঁরা প্রকাশ্যে কোনও দিন বলেননি, ধরে নেওয়াই যায়, ঠিক তেমনি সম্পর্ক শেষ হওয়ার পরও তাঁরা মুখ খুলবেন না।
First Published: Friday, February 3, 2012, 16:49