Last Updated: May 2, 2012 15:36

দুর্গাপুরের লাউদোহা থানা এলাকার গ্রাম থেকে উদ্ধার হল একটি কঙ্কাল। একশ দিনের কর্মসংস্থান প্রকল্পের কাজ চলার সময় মাটি কাটতে গিয়ে ক্যানালের ধার থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
প্রায় দশ বছর আগে নিখোঁজ হন ওই এলাকার বাসিন্দা পল্টন হেমব্রম। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই কঙ্কাল নিখোঁজ পল্টন হেমব্রমের। উদ্ধার হওয়া কঙ্কাল ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।
First Published: Wednesday, May 2, 2012, 15:36