Dhamakhali BJP attack FUP

ধামাখালির ঘটনায় উদ্বেগে কেন্দ্র

Tag:  Dhamakhali BJP
ধামাখালির ঘটনার বিবরণ চেয়ে পাঠালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গুলি ও বোমবাজির ঘটনায় রক্তাক্ত উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি থানার ধামাখালি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল থেকেই এলাকায় নামানো হয়েছে র‍্যাফ। আজ এলাকা পরিদর্শনে যান এসডিপিও অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিজামুদ্দিন মোল্লা, গোলাম মোস্তাফা মোল্লা ও জুল হাসান মোল্লা নামে তিন তৃণমূল সমর্থককে।

আজ বিজেপি ও তৃণমূল দুই দলের তরফেই আঠাশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শমীক ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আজ ওই গ্রামে যান। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। সোমবার বেড়মজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় বিজেপি সমর্থকদের বিজয় মিছিলকে কেন্দ্র করে শুরু হয় অশান্তি। মঙ্গলবার তা চরম আকার নেয়। পুলিসের সামনেই বিজেপি সমর্থকদের পথ অবরোধে গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গুলিবদ্ধ হন একুশ জন । গুলিবিদ্ধ হন এক পুলিসকর্মীও। আক্রান্তদের মধ্যে বাম কর্মীরাও রয়েছেন বলে দাবি সিপিআইএমের। আক্রান্তদের দেখতে আজ বসিরহাটে যান সিপিআইএমের কান্তি বিশ্বাস, সুজন চক্রবর্তী ও রেখা গোস্বামী। ঘটনার প্রতিবাদে আগামীকাল বারো ঘণ্টার বসিরহাট বন্ধের ডাক দিয়েছে জেলা বামফ্রন্ট ও বিজেপি।

First Published: Wednesday, May 28, 2014, 21:52


comments powered by Disqus