Last Updated: December 15, 2012 10:54

ইংল্যান্ড- ৩৩০
ভারত- ১১৩/৪
বিরাট কোহলি- ২৪
মহেন্দ্র সিং ধোনি- ২০
অথৈই জলে ভারতীয় ডিঙি ভাসছে। ফেরার কোনও পথ নেই। দূরে তাকালে শুধু জল আর জল। ধোনিবাহিনী দিশাহীন ভারতীয় তরীকে আদৌ কী পারবে পাড়ে ঠেকাতে! এমনভাবে যত কাব্য করে তাঁদের পরিস্থিতিকে ব্যাখ্য করা যাক না কেন, বাস্তবটা সত্যি আরও কঠিন। শিশিরে ভেজা নাগপুরের পিচে অ্যান্ডারসনের বল আরও মারাত্মক হতে পারে তা কালই বুঝিয়ে দিয়েছেন ৩টি উইকেট নিয়ে। তৃতীয় দিনে প্রথম সারির ব্যাটসম্যানরা কেউ নেই যে অ্যান্ডারসনের সুইং আর বাউন্স সামলাতে পারে। অতএব অধিনায়ক ধোনিকেই যে কাজটা করতে হবে একমাত্র ধোনি এবং ধোনিই জানেন।
পিতৃআদেশের মতো এখনও পর্যন্ত অধিনায়ক ধোনি ও কোহলি সেই কাজটা করে যাচ্ছেন। প্রায় দেড় ঘণ্টা ধরে পিচে আঁকড়ে রয়েছেন দুজনে। পান বিরতির আগে পর্যন্ত বিরাট কোহলি ২৪ ও মাহি ২০ রানে ব্যাট করছেন। এই সিরিজে দুইজনে তেমন কোনও বড় রানে মুখ দেখননি। কোহলির এটাই সর্ব্বোচ রান হতে চলেছে। তাই তাঁর কাছে বড় রানের প্রত্যাশাটাই স্বাভাবিক। হয়ত তাতে তিনিও বাঁচবেন এবং ভারতীয় ডিঙি ভরাডুবি থেকে রক্ষা পাবে।
First Published: Saturday, December 15, 2012, 10:57