বিজ্ঞাপনে মি অ্যান্ড মিসেস ধোনি

বিজ্ঞাপনে মি অ্যান্ড মিসেস ধোনি

বিজ্ঞাপনে মি অ্যান্ড মিসেস ধোনিবিজ্ঞাপনে স্বস্ত্রীক মিস্টার অ্যান্ড মিসেস ধোনি. তা-ও আবার মাঠের বাইরে ধোনির একমাত্র পছন্দ বাইকের বিজ্ঞাপনে. জানা গিয়েছে, বাইকের সঙ্গে পরিবারের অঙ্গাঙ্গী সম্পর্ককে দেখাতেই নাকি বিজ্ঞাপন সংস্থা স্বস্ত্রীক ধোনিকে হাজির করেছেন.
বাইশ গজে ধোনির একমাত্র পছন্দের জিনিস যদি হয় তাঁর ব্যাট. তাহলে মাঠের বাইরে ভারত অধিনায়কের একমাত্র নেশা বাইকে সওয়ার হওয়া. সেই টানেই তাই তিনি ফের বাইকের বিজ্ঞাপনে. তবে এবার আর একা নন. সঙ্গে রয়েছেন, তাঁর স্ত্রী সাক্ষীও.
মিস্টার অ্যান্ড মিসেস ধোনিকে এক ফ্রেমে হাজির করার ভাবনাটা প্রথমে বিজ্ঞাপন সংস্থার হলেও, স্ত্রীকে রাজি করানোতে ধোনির ভূমিকাটাই আসল. বিজ্ঞাপনের দুনিয়ায় আত্মপ্রকাশেই সকলকে চমকে দিয়েছেন কলকাতার মেয়ে সাক্ষী. শ্যুটিংয়ের সময় তাঁকে দেখে একবারও মনে হয়নি, যে এই প্রথম তিনি ক্যামেরার মুখোমুখি হচ্ছেন.

First Published: Thursday, September 22, 2011, 16:03


comments powered by Disqus