Last Updated: February 28, 2012 16:24

সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সেওয়াগ ছাড়াও এশিয়া কাপে বিশ্রাম নিতে পারেন মহেন্দ্র সিং ধোনি। দল নির্বাচনের আগে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে অস্ট্রেলিয়ায় ভরাডুবির পর দল নির্বাচনের কাজটি অনেকটা কঠিন হয়ে পড়ল ভারতীয় নির্বাচকদের কাছে। কারন সিনিয়র এই ৩ ক্রিকেটার সরে যাওয়ার পর তাঁদের বেশি করে আস্থা রাখতে হবে রায়না, জাদেজা, রোহিত শর্মাদের উপর।
কিন্তু এরাও এই মূহুর্তে যথেষ্ট খারাপ ফর্মে রয়েছে।এর পাশাপাশি বিনয় কুমার,ইরফান পাঠানের চোট আরও ভাবিয়ে তুলেছে কৃষ্ণমাচারী শ্রীকান্তদের। এর ফলে ইউসুফ পাঠান,রবিন উথাপ্পা,রবি তেজা,ধীরাজ যাদব,অঙ্কিত বাওয়ানে,গণেশ সতীশদের নাম উঠে এসেছে। ধোনি না গেলে বিকল্প হিসাবে উঠে আসছে দীনেশ কার্তিকের নাম। দৌড়ে আছেন বাংলার ঋদ্ধিমান সাহাও। বোলিং বিভাগে আলোচনায় উঠতে পারে রনিত মোরে, মুনাফ প্যাটেল, আশিস নেহরা, অশোক দিন্দা, পরবিন্দার আওয়ানা,শৈলেন্দ্র গেহলট,অক্ষয় দারেকার নাম।
First Published: Tuesday, February 28, 2012, 16:24