Last Updated: January 7, 2013 20:34

অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির `বাজার` যতই খারাপ থাক, ব্যাটসম্যান ধোনি কিন্তু দিব্যি এগিয়ে চলেছেন। বিশ্বের সেরা পাঁচ একদিনের ব্যাটসম্যানের তালিকায় ঢুকে পড়লেন ধোনি। অন্তত ওয়ানডে ক্রিকেটে ব্যাটসম্যান ধোনির উত্তরণটা বেশ চোখে পড়ার মত। পাকিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দুরন্ত ব্যাটিং করেন ধোনি। তিন ম্যাচের সিরিজে একটি চিরস্মরণীয় শতরানের ইনিংস সহ ধোনি করেন ২০৩ রান। সেই সুবাদেই সদ্য প্রকাশিত আইসিসি ক্রিকেট র্যাঙ্কিংয়ে ধোনি চার নম্বরে উঠে এলেন। খারাপ ফর্মে থাকা বিরাট কোহলি এক ধাপ র্যাঙ্কিং তালিকায় নেমে তিন নম্বরে।
ওয়ানডে ক্রিকেটে ব্যাটসম্যানদের র্যাঙ্কিং তালিকায় প্রথম স্থানে আছে হাসিম আমলা। দু`নম্বরে এবি ডিভিলিয়র্স। যুবরাজ সিংও র্যাঙ্কিং তালিকায় ঢুকে পড়লেন। যুবির র্যাঙ্কিং তালিকার ৪১ নম্বরে আছেন। ভারতীয় বোলারদের মধ্যে কেউই র্যাঙ্কিং তালিকার প্রথম কুড়ি জনের মধ্যে নেই। ওয়ানডে র্যাঙ্কিং তালিকার প্রথম দুজনই পাকিস্তানের। শীর্ষে সইদ আজমল, দুইয়ে মহম্মদ হাফিজ।
এদিকে এসব র্যাঙ্কিং থেকে অনেক দূরে থাকা হরভজন সিং ফের বিতর্কে জড়ালেন। ধোনির রাজ্য ঝাড়খন্ডের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে আম্পায়ারের বিরুদ্ধে খারাপ ব্যবহার করায় শাস্তি হল হরভজনের। ভাজ্জির ম্যাচ পারিশ্রমিকের অর্ধেক কেটে নেওয়া হল।
First Published: Monday, January 7, 2013, 20:34