সংসদের হীরক জয়ন্তীতে বিশেষ অধিবেশন রবিবার

সংসদের হীরক জয়ন্তীতে বিশেষ অধিবেশন রবিবার

সংসদের হীরক জয়ন্তীতে বিশেষ অধিবেশন রবিবারসংসদের প্রথম অধিবেশনের হীরকজয়ন্তী উপলক্ষে আগামী রবিবার বিশেষ অধিবেশন বসছে দুই কক্ষেই। সকাল এগারোটায় সংসদের দুই কক্ষের সদস্যদের উপস্থিতিতে শুরু হবে সংসদের ৬০ বছর পূর্তি উত্‍সব ।

বিকেল সাড়ে পাঁচটায় হবে যৌথ অধিবেশন। অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল। সংবর্ধিত করা হবে সংসদের প্রথম অধিবেশনে হাজির থাকা দুই সাংসদ রেইশাং কেইশিং এবং রেশমলাল জাংড়েকে। সংসদের প্রথম অধিবেশনের হীরকজয়ন্তী উপলক্ষে পাঁচ এবং দশ টাকার স্মারক মুদ্রা, ডাকটিকিট এবং বই প্রকাশ করা হবে। একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। সন্তুর বাদক শিবকুমার শর্মা, সেতার বাদক দেবু চৌধুরী এবং গায়ক ইকবাল খান, শুভা মুদগল ও মহারাজাপুরম রামচন্দ্রন অংশ নেবেন এই অনুষ্ঠানে।

First Published: Friday, May 11, 2012, 17:16


comments powered by Disqus