Last Updated: July 13, 2013 13:11

নিষিদ্ধ হওয়া সত্ত্বেও দেশে পর্নোগ্রাফিকর ওয়েবসাইট বন্ধ করা যাচ্ছে না কেন, কেন্দ্রের কাছে এমন কথাই জানতে চাইল সুপ্রিম কোর্ট। ক দিন আগে এক আবেদনের ভিত্তিতে দেশে ৩৯টি পর্ন ওয়বসাইট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বাস্তবে দেখা যায় সেইসব সাইটগুলির বেশিরভাগই এখনও বন্ধ করা যায়নি।
এরপরই এই বিষয়ে কেন্দ্রের জবাবদিহি চায় শীর্ষ আদালত। এর উত্তরে কেন্দ্র জানায়, আন্তর্জাতিক পর্ন সাইটগুলো বন্ধ করা বেশ কঠিন। কারণ ওইসব সাইটগুলো ব্লক করা প্রায় অসম্ভব। তবে সুপ্রিম কোর্ট চাইল্ড পর্নোগ্রাফি, ধর্ষনের ভিডিও দেখানো ওইসব পর্ন ওয়েবসাইট সম্পূর্ণ বন্ধ করতে আরও চার সপ্তাহ সময় দিয়েছে।
দেশের বাইরে থেকে চলা পর্নোগ্রাফিক ওয়েবসাইটগুলো বন্ধ করা যাচ্ছে না কেন? বিশেষজ্ঞরা বলছেন, ওই সমস্ত সাইটে এএমন ধরনের সাইবার বিশেষজ্ঞরা জড়িত আছেন যা ঠেকানোর জন্য দেশে প্রয়োজনীয় সংখ্যার উপযুক্ত সাইবার বিশেষজ্ঞ নেই।
ভারতের পর্নোগ্রাফিক ওয়েবসাইট একটি বড় ব্যবসায় পরিণত হয়েছে, কিন্তু অনেক অভিযোগ জমা পড়ার পর ভারত সরকারের টনক নড়ল। ভারতে চাইল্ড পর্নোগ্রাফি বেআইনি ও নিষিদ্ধ হলেও, অ্যাডাল্ট পর্নগ্রাফি নিষিদ্ধ নয়। তবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রণালয় অনেক অভিযোগ জমা পড়ার পর সরকার এ বিষয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয়। এক সঙ্গে ৩৯টি পর্নোগ্রাফিক ওয়েবসাইট বন্ধ করে দিল ভারত সরকার। ডটের নির্দেশে ৩৯টি পর্ন সাইট বন্ধ করে দেওয়া হয়। এই সব ওয়েবসাইটগুলো বেশিরভাগই ভারতের বাইরের।
সাইবার আইন অনুযায়ী ১৮ বছরের নীচে কারও ভিডিও অথবা ছবি পর্ন সাইটে দেওয়া যায় না। অভিযোগ ওই সমস্ত ওয়েবসাইটে এই কাজগুলো করা হচ্ছিল। তবে ৩৯টি পর্ন ওয়েবসাইট বন্ধ করা হলেও এখনও বেশ কিছু সাইট ব্লক করা হয়নি।
First Published: Saturday, July 13, 2013, 13:16