Last Updated: May 13, 2013 15:57

কেন্দ্রীয় তদন্তকারি সংস্থাকে `তোতাপাখি` কটাক্ষ করায় সুপ্রিমকোর্টকে কড়া প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। সেইসঙ্গে সেন্টার এডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালেরও সমালোচনা করেছেন তিনি। সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আই বি কে `মুরগী` আক্ষা দিয়ছিল সিএটি।
সোমবার দিগ্বিজয় টুইটারে মন্তব্য করেছেন, "সুপ্রিম কোর্ট কীভাবে সিবিআইকে খাচায় বন্দি তোতাপাখি বলতে পারে। কেএটি কেন ইন্টেলিজেন্স ব্যুরোকে মুরগী বলতে পারে?" কংগ্রেসের বর্ষীয়ান নেতার মতে, এতে দেশের সংস্থাগুলির ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
গত সপ্তাহেই কয়লা কেলেঙ্কারি নিয়ে তদন্ত রিপোর্ট আইনমন্ত্রীর হাতে তুলে দেওয়ার অভিযোগ ওঠে সিবিআইয়ের বিরুদ্ধে। এই ঘটনার নিরিখেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভর্ৎসনা শোনায় শীর্ষ আদালত।
First Published: Monday, May 13, 2013, 15:57