বাংলা ছবিতে আইটেম ডিম্পি

বাংলা ছবিতে আইটেম ডিম্পি

বাংলা ছবিতে আইটেম ডিম্পিবাংলা ছবিতে পা রাখতে চলেছেন রাহুল ঘরনী ডিম্পি মহাজন। মহাশ্বেতা দেবীর উপন্যাস `অধোবা` অবলম্বনে তৈরি ছবিতে আইটেম নম্বরে দেখা যাবে ডিম্পিকে। সম্প্রতি সেই গানের শুটিং হয়ে গেল স্বভূমিতে। বহুদিন পর কলকাতায় এসে স্বভাবতই উচ্ছ্বসিত ডিম্পি।

মহাদেবনের কোরিওগ্রাফিতে `লাল টপকে গেল` গানে জ্যাকি শ্রফের সঙ্গে দেখা যাবে ডিম্পিকে। স্বভূমিতে লাল শাড়িতে গানের শুটিং করলেন মিসেস মহাজন। বর্তমানে স্বামী রাহুল মহাজনের সঙ্গে `নাচ বলিয়ে ফাইভে` রয়েছেন ডিম্পি। রাহুল কী বলছে ডিম্পির আইটেম নিয়ে? "এই ব্যাপারে রাহুলের সঙ্গে আমার কোনও কথা হয়নি তবে আমার থেকে দূরে থাকতে হচ্ছে বলে ওর খুবই মন খারাপ। প্রতি আধ ঘণ্টায় রাহুল আমায় ফোন করে। ওর সবকিছু বলা চাই আমাকে। জ্যাকি রাহুলের পুরনো বন্ধু। আমি খুব খুশি জ্যাকির সঙ্গে নাচার সুযোগ পেয়ে," জবাব ডিম্পির।

বহুদিন পর কলকাতায় এসে নস্টালজিক হয়ে পড়েছেন ডিম্পি। "অনেকদিন পর আমি ঘি ভাত, মাছ ভাজা আর মাছের ঝোল খেলাম।" তবে শুধু ডিম্পি নয়। জামাইয়ের জন্য মন খারাপ ডিম্পির বাবা, মায়েরও। মেয়ের সঙ্গে জামাইয়ের জন্য নিরামিষ বিরিয়ানি আর কচু বাটা পাঠাবেন গর্বিত শাশুড়ি।



First Published: Monday, February 25, 2013, 18:48


comments powered by Disqus