ত্রিপুরায় কংগ্রেসকে দুর্বল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ত্রিপুরায় কংগ্রেসকে দুর্বল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ত্রিপুরায় কংগ্রেসকে দুর্বল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে  ত্রিপুরাতেও কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। বিধানসভা নির্বাচনে তাঁদের এক ইঞ্চিও জমি ছাড়া হবেনা। শনিবার এ ভাষাতেই তৃণমূলকে আক্রমণ করলেন দীপা দাশমুন্সি। আগরতলায় নির্বাচনী সমাবেশে কংগ্রেস নেতা মানস ভুঁইঞার অভিযোগ, কেন্দ্র টাকা দিলেও ত্রিপুরায় হচ্ছে না উন্নয়নের কাজ।   

আগামী ফেব্রুয়ারিতে ত্রিপুরায় নির্বাচন। দিনক্ষণ ঘোষণা না হলেও সব দলই তাঁদের প্রচার শুরু করে দিয়েছে। শনিবার আগরতলার বিবেকানন্দ ময়দানে নির্বাচনী জনসভা করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মানস ভুইঞা অভিযোগ করেন, কেন্দ্র টাকা দিলেও উন্নয়নের কাজ করতে ব্যর্থ রাজ্য সরকার। কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সির অভিযোগ, ত্রিপুরাতেও কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। রবিবার এই মাঠেই সমাবেশ করবে গনতান্ত্রিক  মহিলা সমিতি।

First Published: Sunday, December 16, 2012, 10:45


comments powered by Disqus