অলিম্পিকে পদক জয়ের আশায় দীপিকা

অলিম্পিকে পদক জয়ের আশায় দীপিকা

অলিম্পিকে পদক জয়ের আশায় দীপিকাঅলিম্পিকে পদক জয়ের জন্য সবার নজর মহিলা তীরন্দাজি দলের দিকে। কারণ বোম্বেলা দেবী, দীপিকা কুমারিদের সাফল্যের ধারাবাহিকতা। এখন বিশ্ব তীরন্দাজিতে দীপিকা কুমারি একনম্বরে। আর দীপিকাকে ঘিরে স্বপ্ন দেখছেন জাতীয় কোচ লিম্বারাম।

দীপিকা নিজেও অলিম্পিক সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী। দীপিকার দাবি,তীরন্দাজি দলের অলিম্পিক প্রস্তুতি ভাল হওয়ায় ভারত এবার লর্ডসে হাড্ডাহাড্ডি লড়াই করবে।

ব্যাট-বলের যুদ্ধে ভারত সেরা হওয়ার উনত্রিশ বছর পর কি সেই লর্ডসে দীপিকারা পারবেন তীর-ধনুকের লড়াইয়ে অলিম্পিক পদক জিততে? অপেক্ষায় ক্রীড়ামহল।

First Published: Tuesday, July 3, 2012, 22:51


comments powered by Disqus