Last Updated: September 24, 2013 21:01

বিশ্ব তিরন্দাজী প্রতিযোগিতায় রুপো জয়ের হ্যাটট্রিক করলেন দীপিকা কুমারি। তিনটি স্টেজে এগিয়ে থেকেও চতুর্থ স্টেজে ছয়-চার ব্যবধানে কোরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে যান দীপিকা। খুব কাছে এসে সোনা হাতছাড়া হওয়ায় কিছুটা হতাশ কমনওয়েলথে সোনা জয়ী এই তিরন্দাজ।
First Published: Tuesday, September 24, 2013, 21:05