Last Updated: May 29, 2013 14:00

সরকারি প্রকল্পে নির্মীয়মান বাড়ির ছাদ ধসে পড়ে আহত হলেন ১৩ জন শ্রমিক। দুর্ঘটনার সময় শ্রমিকরা সকলেই কাজে ব্যস্ত ছিলেন। আহতদের আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সেবাসদনে ভর্তি করা হয়েছে।
রাত তখন প্রায় সাড়ে বারোটা। নিউটাউনের যাত্রাগাছি এলাকায় হিডকোর একটি নিকাশি প্রকল্পের কাজ চলছিল। ছাদ ঢালাই চলাকালীন হঠাত্ই প্রচণ্ড শব্দ শুনতে পান স্থানীয়রা।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানালেন, প্রচণ্ড শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। এরপরই আতর্নাদে ফেটে পরে গোটা এলাকা। স্থানীয় মানুষরা সঙ্গে সঙ্গে উদ্ধারকার্যে নেমে পড়েন। কান্না, আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয়রা। শুরু হয় উদ্ধারকাজ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিকাশি প্রকল্পের জন্য তিনতলা বাড়িটির নির্মাণকাজ শুরু হয়েছিল এক বছর আগে। দ্রুত শেষ করার জন্য গভীর রাতেও চলছিল ঢালাইয়ের কাজ। কিন্তু তার মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। ভগ্নস্তূপের নীচে কারও চাপা পড়ে থাকার আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিস।
First Published: Wednesday, May 29, 2013, 21:18