শহরে এক ছাত্রীকে অপহরণের অভিযোগ

শহরে এক ছাত্রীকে অপহরনের অভিযোগ

শহরে এক ছাত্রীকে অপহরনের অভিযোগদশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠল ভবানীপুরে। হাওড়ার বাসিন্দা ওই ছাত্রী চক্রবেড়িয়ায় ডাক্তার দেখাতে এসেছিল। অভিযোগ, আজ সন্ধ্যায় বিস্কুট কিনতে বের হলে চক্রবেড়িয়ার জনবহুল এলাকা থেকে ওই ছাত্রীকে ট্যাক্সিতে তুলে নিয়ে যায় দুজন যুবক। সল্টলেক সিটি সেন্টারের কাছে ওই ছাত্রীকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় তারা। এরপর স্থানীয় লোকজনের সাহায্যে ফের ট্যাক্সি নিয়ে চক্রবেড়িয়া চলে আসে বলে ওই ছাত্রী জানিয়েছে। ট্যাক্সিতে ওই ছাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

ছাত্রীর বক্তব্য, যুবকদের মধ্যে একজনের সঙ্গে তার সম্পর্ক ছিল। কিন্তু সেই যুবক বিবাহিত হওয়ার জন্য সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ওই ছাত্রী। এরপর থেকে প্রায়ই ওই যুবক ছাত্রীকে বিরক্ত করত বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিস।





First Published: Saturday, September 8, 2012, 23:20


comments powered by Disqus