Last Updated: December 10, 2011 10:12

শুক্রবারই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে উধাও হাসপাতালের চিকিত্সক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরাও। হাসপাতালের আইসিইউ, এবং আইটিইউ বিদ্যুত্হীন। বিকল মনিটরিং মেশিনও। এখনও আমরি হাসপাতালে পরিষেবাহীন অবস্থায় ভর্তি আছেন মোট একত্রিশজন রোগী। তাঁদের মধ্যে এগারোজনের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক। আইসিইউতে ভর্তি এই রোগীদের দেহে একাধিক চিকিত্সা যন্ত্র। তবে তা খোলার জন্য এখন হাসপাতালে কোনও প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরই দেখা নেই। তারওপর আবার ডিসচার্জ কাউন্টারেও কোনও কর্মী নেই। পরিস্থিতি সামাল দিতে আজ মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি হাসপাতাল থেকে একটি চিকিত্সকের দল পাঠানো হচ্ছে আমরিতে। পাশাপাশি ঢাকুরিয়া আমরিতে থাকা আহতদের অন্যান্য হাসপাতালে পাঠানোরও ব্যবস্থা করা হচ্ছে। সল্টলেক আমরি এবং মুকুন্দপুর আমরির পাশাপাশি রোগী স্থানান্তরিত করার বিষয়ে কথা চলছে আরও কয়েকটি হাসপাতালের সঙ্গে।
First Published: Saturday, December 10, 2011, 14:45