Last Updated: October 29, 2013 10:00

আসছে দীপাবলী। আলোর উত্সবে মাতবে গ্রাম থেকে শহর। কিন্তু বাদ সাধছে প্রকৃতি। টানা বৃষ্টিতে শুকোয়নি মাটির প্রদীপ। উত্সবের আগে রীতিমতো সমস্যায় মৃত্শিল্পীরা। ক্যালেন্ডারের নিয়মে বর্ষা বিদায় নিলেও বৃষ্টির কিন্তু বিরাম নেই।
এরই মধ্যে এসে পড়েছে দীপাবলী। প্রদীপের আলোয় আলোকিত হবে গ্রাম থেকে শহর। রংবাহারি বৈদ্যুতিন আলোর বাহারে প্রদীপের চাহিদা এমনিতেই আগের থেকে কমেছে। তার উপরে টানা বৃষ্টি। রীতি মতো মাথায় হাত বর্ধমানের মৃত্শিল্পীদের। প্রদীপ গড়ার কাজ অনেকটাই শেষ। কিন্তু টানা বৃষ্টিতে প্রদীপ শুকোচ্ছে কই
বর্ষার শেষেও একের পর এক নিম্নচাপ। প্রকৃতির খাম খেয়ালিপনায় প্রদীপ নির্মাতাদের রুজিতে টান পড়ছে। দীপাবলীর আগের কটা দিন অন্তত রদ্দুর থাকুক, এমনটাই চাইছেন প্রদীপ শিল্পীরা। যে ভাবেই হোক বাজারে চাহিদা মতো প্রদীপ যে পৌঁছে দিতে হবে।
First Published: Tuesday, October 29, 2013, 10:00