Last Updated: November 1, 2013 10:18

রাত পোহালেই কালীপুজো। শক্তির আরাধনায় মাতবে সবাই। উত্তর থেকে দক্ষিণ আলোর মালায় সেজেছে এ শহর। দীপাবলি মানেই আলোর উত্সব। দীপাবলির আলোর ছটায় রঙিন এ শহর। বৃহস্পতিবার উত্তর কলকাতা একটি পুজো মণ্ডপের উদ্বোধন করেন প্রসেনজিত।
ঠাকুর দেখতে এসে কাকাবাবুকে সামনে পেয়ে দর্শকদের উত্সাহ ছিল চোখে পড়ার মত। এই পুজোর বয়স ৫০ বছর। বাঁশদ্রোণীর মিতালি সংঘের পুজো মণ্ডপ এবার সাজজে বিভিন্ন ধরণের ঝুড়ি, কুলো আর মাদুর দিয়ে। প্রতিমা এবং মণ্ডপের সঙ্গে সঙ্গতি রাখা হচ্ছে আলোকসজ্জাতেও।
রবিতীর্থ পুজো সংঘের পুজো এবার ৬৫ট্টি বছরে পড়ল। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। মণ্ডপ থেকে প্রতিমা সবেতেই রয়েছে চমক। আর এই চমকেই দর্শকরা আকৃষ্ট হবেন বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা।
নবপল্লী দাসপাড়া নবযুবক সংঘের পুজোয় এবার এক টুকরো গ্রামবাংলা। বিশেষ করে উঠে এসেছে বাউলদের জীবনযাত্রা। থাকবে বাউল গানও।
First Published: Friday, November 1, 2013, 10:18