লাভ ব্রেক আপ জিন্দগির

লাভ ব্রেক আপ জিন্দগির প্রচারে দিয়া আর জায়েদ খান কলকাতায়

লাভ ব্রেক আপ জিন্দগির প্রচারে দিয়া আর জায়েদ খান কলকাতায়দিয়া আর জায়েদ খান মিলে বানিয়ে ফেলেছেন একটি প্রোডাকশন হাউস।দুই বন্ধুর এই প্রোডাকশন হাউসের প্রথম ছবি লাভ ব্রেক আপ জিন্দগির। ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন এই দুই বন্ধু। ছবি মুক্তির আগে এখন চলছে জোরকদমে প্রচারকাজ।দূর্গাপুজোর ঠিক আগে শহর কলকাতায় নিজেদের ছবির প্রমোসন এ এসে ছবি নিয়ে কথা বললেন দিয়া-জায়েদ। সঙ্গে শারদোত্‍সবের শুভেচ্ছা জানিয়ে গেলেন সক্কলকে.দিয়া আর জায়েদ খান মিলে বানিয়ে ফেলেছেন একটি প্রোডাকশন হাউস।

First Published: Friday, September 30, 2011, 16:20


comments powered by Disqus