শুল্ক ফাঁকির চেষ্টা, জরিমানা দিয়ার diya fined over 1 lakh

শুল্ক ফাঁকির চেষ্টা, জরিমানা দিয়ার

শুল্ক ফাঁকির চেষ্টা, জরিমানা দিয়ারবিপাশা বসু, মিনিশা লাম্বার পর এবার নিয়মভঙ্গের জন্য জরিমানার শিকার হলেন দিয়া মির্জা। বেআইনি সামগ্রী থাকার কারণে ১ লক্ষ টাকা জরিমানা করা হল দিয়া মির্জাকে মুম্বই বিমানবন্দরে।

শুক্রবার রাত দুটো নাগাদ ব্যাংকক থেকে থাই এয়ারওয়ের বিমানে মুম্বই পৌঁছান দিয়া। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, নিয়ম বহির্ভূতভাবে প্রায় ২ লক্ষ টাকার প্রশাধনী সামগ্রী ও চামড়ার দ্রব্য নিজের ব্যাগে বহন করছিলেন দিয়া। সেই কারণে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় দিয়াকে। যদিও দিয়ার বক্তব্য, কাস্টমস-এর এই নিয়মটা তাঁর জানা ছিল না। জরিমানার টাকা দেওয়ার পর শুল্ক দফতর থেকে ছাড়া পান দিয়া। এর আগে এই একই ভাবে জরিমানা হয়েছিল বলিউড অভিনেত্রী বিপাশা বসু ও মিনিশা লাম্বার।  







First Published: Saturday, January 7, 2012, 19:13


comments powered by Disqus