Doctor arrested for face certificate

বেজিংয়ের ডিগ্রি নিয়ে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকে বর্ধমান থেকে গ্রেফতার করল সিবিআই

বৈধ শংসাপত্র না থাকার অভিযোগে বর্ধমানের পাণ্ডবেশ্বর স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিত্‍সককে গ্রেফতার। অভিযুক্তকে গ্রেফতার কুরে কেন্দ্রীয় গোয়েন্দা শাখা সিবিআই।

পুলিস জানিয়েছে, ধৃতের নাম শতদ্রু পাখিরা। মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার অভিযোগের ভিত্তিতে আসানসোলের মুর্গাসোলের বাড়ি থেকে ওই চিকিত্‍সককে গ্রেফতার করে সিবিআই। ধৃত শতদ্রু পাখিরার এমবিবিএস পাশের যে ডিগ্রি তা চিনের বেজিংয়ের। যা বৈধ নয় বলে দাবি মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার।

First Published: Friday, March 21, 2014, 15:18


comments powered by Disqus