Doctor contro

সরকারি চিকিত্‍সকদের সংগঠন করার অধিকার থেকে বঞ্চিত

সরকারি চিকিত্‍সকদের সংগঠন করার মত গণতান্ত্রিক পরিবেশ নেই। খর্বিত হচ্ছে মতপ্রকাশের স্বাধীনতা। এমনকি শাসকদলের সমর্থনপুষ্ট চিকিত্‍সক সংগঠনকে সমর্থন করার জন্য চাপ দেওয়া হচ্ছে।

এতে সমস্যায় পড়তে হচ্ছে চিকিত্‍সকদের। অভিযোগ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিষেবা চিকিতসক সংগঠনের। আজ বিংশতিতম রাজ্য সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনের নেতারা। রাজ্যের চিকিতসকদের ওপর রাজনৈতিক প্রভাব চাপিয়ে দেওয়ার চেষ্টার নিন্দা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশিষ্ট বিজ্ঞানী বিকাশ সিনহাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য ডঃ অজয় কুমার রায়।

পশ্চিমবঙ্গের চিকিৎসা পদ্ধতির অভাবনীয় উন্নতির সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বিকাশ সিনহা। ক্যান্সারের চিকিৎসা পদ্ধতির উন্নয়নে প্রোটন থেরাপি কলকাতাতেই করার প্রস্তাব দেন ভাবা অ্যাটোমিক সেন্টারের বিশিষ্ট বিজ্ঞানী।

First Published: Sunday, March 30, 2014, 18:48


comments powered by Disqus