রিপোর্টে দোষী সাব্যস্ত হলেন চিকিত্সক দেবাশিষ দেবাংশি, Doctor held responsible

রিপোর্টে দোষী সাব্যস্ত হলেন চিকিত্সক দেবাশিষ দেবাংশি

Tag:  Birbhum Pregnant woman
রিপোর্টে দোষী সাব্যস্ত হলেন চিকিত্সক দেবাশিষ দেবাংশিহাসপাতালের গড়া তিন সদস্যের তদন্ত কমিটির রিপোর্টে দোষী সাব্যস্ত হলেন চিকিত্সক দেবাশিষ দেবাংশি। সিউড়ি সদর হাসপাতালের চিকিত্‍সক দেবাশিস দেবাংশির উদাসীনতায় ভিড় বাসে সন্তান প্রসব করেন এক মহিলা। অভিযোগ চিকিত্সক দেবাশিস দেবাংশি ওই প্রসূতিকে কোনও রকম দরকারি পরীক্ষা না করেই ছুটি দিয়ে দেন হাসপাতাল থেকে। অভিযোগ পাওয়ার পরই তদন্ত কমিটি গঠন করে সিউড়ি সদর হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধেয় ফ্যাক্স মারফত স্বাস্থ্য দফতরে এসে পৌঁছেছে তদন্ত কমিটির রিপোর্ট।

First Published: Friday, November 4, 2011, 21:11


comments powered by Disqus