শুশুকের দেহ উদ্ধার

শুশুকের দেহ উদ্ধার

শুশুকের দেহ উদ্ধারহাওড়ার বাগনানের নাওপালা থেকে একটি মৃত শুশুক উদ্ধার করল বন দফতর। মঙ্গলবার বিকেলে রূপনারায়ণ নদীতে শুশুকটিকে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ প্রাণীটিকে একইভাবে ভাসতে দেখে সন্দেহ হয় তাঁদের। বাগনান থানায় খবর দেন তাঁরা। খবর দেওয়া হয় বন দফতরেও। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃত শুশুকটিকে উদ্ধার করেন। কী কারণে মৃত্যু, তা জানতে প্রাণীটির দেহের ময়নাতদন্ত হবে।





First Published: Thursday, January 19, 2012, 08:40


comments powered by Disqus