মুশারফকে এখনই দেশে না ফেরার পরামর্শ পাসার

মুশারফকে এখনই দেশে না ফেরার পরামর্শ পাসার

মুশারফকে এখনই দেশে না ফেরার পরামর্শ পাসারপাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান পারভেজ মুশারফকে আপাতত দেশে না ফেরারই পরামর্শ দিলেন আইএসআই প্রধান জেনারেল সুজা পাসা। মঙ্গলবার পাকিস্তানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দুবাইয়ে মুশারফের সঙ্গে একটি গোপন বৈঠক করেন পাসা। সেই বৈঠকেই প্রাক্তন পাক প্রেসিডেন্টকে আইএসআই প্রধানের পরামর্শ, দেশের বর্তমান পরিস্থিতি তাঁর ফেরার জন্য একেবারেই অনুকুল নয়। মুশারফকে এখনই দেশে না ফেরার পরামর্শ পাসার
২০০৯ থেকেই ব্রিটেন ও দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন মুশারফ। মুশারফের দেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করা হবে বলে সোমবারই রেজোলিউশন পাস করে পাক সংসদ। একই বক্তব্য, পাক অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিকেরও। যদিও মুশারফের দল অল পার্টি মুসলিম লিগ বা এপিএমএল-এর তরফে জানানো হয়েছে, দলের কয়েকজন শীর্ষ নেতার পরামর্শেই এখনই দেশে ফিরছেন না মুশারফ। এর আগে এপিএমএল জানিয়েছিল, ২০১৩-র নির্বাচনের প্রস্তুতির জন্য চলতি বছরের ২৭ থেকে ৩০ জানুয়ারির মধ্যেই ফিরছেন মুশারফ।

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুশারফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রাওয়ালপিন্ডির এক বিশেষ আদালত। বেনজির হত্যা ছাড়াও ২০০৬-এর অগাস্টে একটি সেনা অভিযানে বালুচ নেতা আকবর বুগতি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে মুশারফের বিরুদ্ধে। যদিও সম্প্রতি মুশারফ দাবি করেন, কিছু ভিত্তিহীন মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে, এর জবাব তিনি আদালতেই দেবেন।

First Published: Tuesday, January 24, 2012, 13:55


comments powered by Disqus