Last Updated: June 17, 2012 16:06

ডুয়ার্সের নিউ খুনিয়া বস্তি থেকে উদ্ধার হল একটি হস্তিশাবকের দেহ। হস্তিশাবকটির বয়স আনুমানিক সাত মাস। তড়িদাহত হয়েই হস্তিশাবকটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান বনকর্মীদের।
শনিবার রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্সে। রবিবার সকালে চাপড়ামাড়ি জঙ্গল সংলগ্ন নিউ খুনিয়া বস্তির বাসিন্দারা একটি হস্তিশাবকের দেহ দেখতে পান। বনদফতরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। শনিবারই চাপড়ামারির জঙ্গল থেকে বেরিয়েছিল আঠারো থেকে কুড়িটি হাতির দল। ওই দলেই হস্তিশাবকটি ছিল বলে অনুমান বনকর্মীদের। ঘটনাস্থলেই মৃত হস্তিশাসবকটির ময়নাতদন্ত সারেন বনকর্মীরা।
First Published: Sunday, June 17, 2012, 16:20