Last Updated: November 22, 2011 18:12

দুর্ঘটনাগ্রস্ত আপ দুন এক্সপ্রেসের আহত যাত্রীদের নিয়ে হাওড়ায় ফিরল ডাউন দুন এক্সপ্রেস। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ হাওড়া স্টেশনে ঢোকে ট্রেনটি। দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের মোট সতেরোজন যাত্রী ছিলেন ডাউন দুন এক্সপ্রেসে। এরমধ্যে ছজন যাত্রীকে নামিয়ে দেওয়া হয় আসানসোল, বর্ধমান ও ব্যান্ডেল স্টেশনে। বাকি এগারোজনকে নিয়ে ট্রেনটি পৌঁছয় হাওড়ায়। এই এগারোজনের মধ্যে এজনের বাড়ি সাউথ সিঁথি রোডে, দুজনের বাড়ি আমর্হাস্ট স্ট্রিটে, চারজনের বাড়ি উত্তর দিনাজপুরে। তিনজনের বাড়ি কেষ্টপুরে ও একজনের বাড়ি বরানগরে। আহত যাত্রীদের জন্ স্টেশনে মেডিক্যাল টিম, অ্যাম্বুলেন্স, হুইলচেয়ারের বন্দোবস্ত ছিল। আহতদের ট্রেন থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল টিমের কাছে। সেখানে প্রাথমিক শ্রুশুষার পর গাড়িতে করে গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয় যাত্রীদের। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের যারা প্রমাণপত্র দেখাতে পেরেছেন তাঁদের হাতে তুলে দেওয়া হয় ক্ষতিপূরণের পঁচিশ হাজার টাকা।
First Published: Tuesday, November 22, 2011, 23:22