Last Updated: April 28, 2014 16:26

লাইনচ্যুত হল দুন এক্সপ্রেসের চারটি স্লিপার ও একটি মালবাহী কোচ। উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে ১২৫ কিলোমিটার দূরে ফাজিয়াবাদের কাছে জফরগঞ্জ স্টেশনের অদূরেই লাইনচ্যুত হয় ট্রেনটি।
এই দুর্ঘটনায় চার জন আহত হয়েছেন বলে রেল সূত্রে জানা গেছে। ফজিয়াবাদ থেকে অতিরিক্ত কোচ ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে যাত্রীদের জন্য। দেরাদুন থেকে কলকাতার উদ্দেশ্যে ট্রেনটি আসছিল।
(বিস্তারিত খবর কিছু পরে)
First Published: Monday, April 28, 2014, 16:33