বান্ধবীর সঙ্গে বিচ্ছেদের দুঃখ কাটিয়ে নেইমারের জন্য জোড়া সুখবর

বান্ধবীর সঙ্গে বিচ্ছেদের দুঃখ কাটিয়ে নেইমারের জন্য জোড়া সুখবর

বান্ধবীর সঙ্গে বিচ্ছেদের দুঃখ কাটিয়ে নেইমারের জন্য জোড়া সুখবরবান্ধবীর সঙ্গে বিচ্ছেদের পর জোড়া সুখবর নেইমারের জন্য। ফিফার হস্তক্ষেপে আটকে গেল তাঁর বিরুদ্ধে চলা ট্রান্সফার তদন্ত। ফিফার কাছে বার্সেলোনার সঙ্গে নেইমারের চুক্তি সংক্রান্ত কাগজপত্র চেয়ে পাঠিয়েছিল তদন্তকারী দল। কিন্তু অত্যন্ত গোপনীয় বলে সেই নথিপত্র দিতে রাজি হয়নি ফিফা। যার ফলে আপাতত তদন্ত বন্ধ নেইমারের বিরুদ্ধে। অন্যদিকে গোড়ালির চোট সারিয়ে বার্সেলোনার প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।

কাল লা লিগায় রায়ো ভ্যালেকানো ম্যাচে খেলবেন নেইমার। আগামী দিনগুলিতে বেশ কয়েকটি গুরুত্বপূরণ ম্যাচ খেলতে হবে বার্সেলোনাকে। সেই কথা মাথায় রেখেই দলের শক্তি বাড়াতে নেইমারকে দলে ফেরানো হচ্ছে বলে জানিয়েছেন বার্সা কোচ।

First Published: Saturday, February 15, 2014, 21:20


comments powered by Disqus