Last Updated: November 9, 2013 10:12

পণের টাকা দিতে না পারায় এক মহিলাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনা উত্তর চব্বিশ পরগনার বরানগর এলাকার। মৃত মহিলার নাম জয়ন্তী মণ্ডল। পাঁচ বছর আগে ওই মহিলার সঙ্গে বিয়ে হয় হারাণ মণ্ডলের। অভিযোগ, বিয়ের পর থেকেই ক্রমাগত শারীরিক ও মানসিক ভাবে অত্যচারের শিকার হতে হয় ওই মহিলাকে।
গতকাল অত্যাচার চরমে পৌঁছয়। এরপরই ওই মহিলার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ মৃত্যু হয় তাঁর। ঘটনার পরই বরানগর থানায় খুনের অভিযোগ দায়ের করে মৃতের বাপের বাড়ির লোকজন। এরপরই পুলিস গ্রেফতার করে জয়ন্তী মণ্ডলের শাশুড়ি, ভাসুর, দেওর ও যা কে। আজ তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে।
First Published: Saturday, November 9, 2013, 10:12