Last Updated: August 22, 2012 21:32

ষোল বছর পর এই প্রথম রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণকে ছাড়া টেস্ট খেলতে নামছে ভারত। সহ অধিনায়ক গৌতম গম্ভীরের মতে লক্ষ্মণদের ছাড়া টেস্ট খেলাটা ভারতের কাছে রীতিমত চ্যালেঞ্জের।
বৃহস্পতিবার থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণকে ছাড়া টেস্ট খেলতে নামছে ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট মহলের মতে মিডল অর্ডারে এই দুই ক্রিকেটারের অভাব পূরণ করাটা বেশ কঠিন। ক্রিকেট মহলের এই বক্তব্য মেনে নিচ্ছেন ভারতীয় দলের সদস্যরাও। সহ অধিনায়ক গৌতম গম্ভীরের মতে দ্রাবিড় ও লক্ষ্মণকে ছাড়া টেস্ট খেলাটা ভারতের কাছে রীতিমত চ্যালেঞ্জের।
গম্ভীর বলেন বাইশ গজেও ভিভিএস লক্ষ্মণকে তিনি `মিস` করবেন। কারণ লক্ষ্মণের সঙ্গে তাঁর ভাল বোঝাপড়া ছিল। বেশ কয়েকটি বড় জুটিও তিনি খেলেছেন লক্ষ্মণের সঙ্গে। সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনিদের আক্ষেপ মাঠে তাঁরা লক্ষ্মণের মতো মানুষকে `মিস` করবেন।
First Published: Wednesday, August 22, 2012, 21:32