গরমে থানায় মানুষ গেলে জল খাওয়ান, সিপি-র নির্দেশ

গরমে থানায় মানুষ গেলে জল খাওয়ান, সিপি-র নির্দেশ

তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌছে গেছে। এই গরম থেকে বাঁচতে কলকাতা পুলিস কমিশনারের নতুন দাওয়াই। ট্র্যাফিক পুলিসদের নেক কুলার স্কার্ফ পড়ার পরামর্শ দিলেন পুলিস কমিশনার সুরজিত কর পুরকায়স্থ। সেইসঙ্গে সব থানায় থাকবে ওয়াটার কুলার।

থানায় কেউ কোনও প্রয়োজনে গেলে তাঁকে প্রথমে জল খাওয়ানোর পরামর্শ দিয়েছেন সিপি। একইসঙ্গে গরম থেকে বাঁচতে বিধাননগর কমিশারিয়েটের জন্যও বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। বিধাননগর থানায় নিয়ে আসা হয়েছে সোলার জ্যাকেট।


পুলিস কমিশনার সুরজিত কর পুরকায়স্থ নির্দেশ মানুষ থানায় গেলে প্রথমে জল খাওয়ান, সব থানায় ওয়াটার কুলার বসানোর প্রস্তুতি, ট্রাফিক পুলিসের জন্য নেক কুলার গরম থেকে বাঁচতে দু একদিনের মধ্যে পড়া শুরু হবে।

First Published: Sunday, March 30, 2014, 14:37


comments powered by Disqus