ড্রোনে নিহত পাক কট্টরপন্থী নেতা মোল্লা নাজির

ড্রোনে নিহত পাক কট্টরপন্থী নেতা মোল্লা নাজির

ড্রোনে নিহত পাক কট্টরপন্থী নেতা মোল্লা নাজিরমার্কিন ড্রোন হামলায় নিহত হলেন পাকিস্তানের শীর্ষস্থানীয় কট্টরপন্থী নেতা মোল্লা নাজির৷ দক্ষিণ ওয়াজিরিস্তানের বিরমিল এলাকার সরকান্দা গ্রামে নাজিরের বাড়িতেই আঘাত হানে ওই মার্কিন ক্ষেপনাস্ত্র। বৃহস্পতিবার ভোর রাতের এই হামলায় নাজিরের সঙ্গেই নিহত হন তাঁর দুই ঘনিষ্ঠ সহচর আতাউল্লাহ ও রাফে খান৷

গত দু` সপ্তাহে মোট আটবার পাকিস্তানের মাটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে৷ মোল্লা নাজিরের ওপর এমন হামলার ঘটনায় যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছে পাক সরকার৷ তালিবান হলেও নাজির কার্যত পাক সরকারের বন্ধু হিসেবে আচরণ করছিলেন বলে দাবি করেছে পাক প্রশাসন৷

যদিও পাকিস্তানের সেই তত্ত্ব মানতে নারাজ পেন্টাগন। তাঁদের মতে, নাজিরের মৃত্যু পাক-তালিবান গোষ্ঠীর কাছে নিঃসন্দেহে একটা বড়সর ধাক্কা।

First Published: Friday, January 4, 2013, 10:00


comments powered by Disqus