Last Updated: June 29, 2013 11:46

ভারতের আপত্তি। আবারও ডিআরএস বাধ্যতামূলক করতে পারল না আইসিসি। আইসিসি-র ক্রিকেট কমিটির বৈঠকে ডিআরএস নিয়ে আপত্তি তুলেছিলেন অনিল কুম্বলে। আপাতত ডিআরএস বাধ্যতামূলত করার বিষয়টি থমকে গেলেও আইসিসি বোর্ড মিটিংয়ে ফের আলোচনা হবে বলে জানা গেছে।
ডিসিশন রিভিউ সিস্টেম। ক্রিকেটে অত্যাধুনিক প্রযুক্তির এই ব্যবহার বাধ্যতামূলক করার পথে ফের বাধা হয়ে দাঁড়াল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আইসিসি-র ক্রিকেট কমিটির বৈঠকে চেয়ারম্যান অনিল কুম্বলের আপত্তিতে ডিআরএস প্রয়োগ বাধ্যতামূলক করতে পারল না আইসিসি। বৈঠকে বেশ কয়েকজন সদস্য ডিআরএস বাধ্যতামূলক করার প্রস্তাব দেন। কিন্তু অনিল কুম্বলে তার বিরোধিতা করে বলেন ডিআরএস পুরোপুরি ত্রুটিমুক্ত নয়। আরও পরীক্ষানীরিক্ষার প্রয়োজন আছে। আপাতত কুম্বলের আপত্তিতে ডিআরএস বাধ্যতামূলত করার বিষয়টি থমকে গেলেও আইসিসি বোর্ড মিটিংয়ে ফের আলোচনা হবে বলে জানা গেছে।
First Published: Saturday, June 29, 2013, 11:46