Last Updated: August 7, 2013 17:01

মদ্যপ অবস্থায় প্রকাশ্য প্রসাব করে শাস্তি পেলেন ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ স্পিনার মন্টি পানেসর। ৩১ বছরের বাঁ হাতি এই স্পিনার ব্রিংটনের ইস্ট সাসেক্স পাবে মদ খেয়ে সোমবার ভোররাতে বেরিয়ে এসে রাস্তায় প্রকাশ্যে প্রসাব করেন।
অভিযোগ বারণ করা সত্ত্বেও মন্টি সেই কাজ থেকে বিরত থাকেননি। সেই ক্লাবের এক সদস্যের কাছে অভিযোগ পাওয়ার পর মন্টিকে তাড়িয়েও দেওয়া হয়।
মন্টি যে ক্লাবের হয়ে কাউন্টি খেলেন সেই সাসেক্স কাউন্টিও ঘটনার কথা স্বীকার করে, তদন্তের নির্দেশ দিয়েছে। অ্যাসেজ সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ড দলে ছিলেন, অবশ্য প্রথম একাদশে ঠাঁই হয়নি মন্টির।
২০০৬ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় তাঁর। ৪৮ টি টেস্টে মন্টির সংগ্রহ ১৬৪ উইকেট।
First Published: Wednesday, August 7, 2013, 17:01