Last Updated: March 1, 2014 23:59

স্যান্ডউইচ বলতেই মনে আসে চিকেন অথবা হ্যাম। নিরামিষ হলেও বাঁধাকপি, শশা বা আলুর বাইরে ভাবাই যায় না। এবারে বানিয়ে দেখুন ড্রাই ফ্রুট স্যান্ডউইচ।
কী কী লাগবে
পাঁউরুটি-৪টে
মধু-১ /২ কাপ
আমন্ড, কাজু, পেস্তা-১ /২ কাপ (কুচনো)
কীভাবে বানাবেন
পাঁউরুটির স্লাইসগুলোর ওপর ভাল করে মধু লাগান। একটা স্লাইসের ওপরে ড্রাই ফ্রুট দিয়ে তার ওপর আরেকটা চাপা দিয়ে টোস্টারে টোস্ট করে আড়াআড়ি কেটে নিন। বানানোর সঙ্গে সঙ্গে পরিবেশন করুন।
First Published: Saturday, March 1, 2014, 23:59