মেটাগ্রামে সিপিআইএম নেতা খুনের ঘটনার গ্রেফতার দুই তৃণমূল কর্মী

মেটাগ্রামে সিপিআইএম নেতা খুনের ঘটনার গ্রেফতার দুই তৃণমূল কর্মী

Tag:  cpim strike dubrajpur
মেটাগ্রামে সিপিআইএম নেতা খুনের ঘটনার গ্রেফতার দুই তৃণমূল কর্মীবীরভূমের মেটাগ্রামে সিপিআইএম কর্মী খুনের ঘটনায় গ্রেফতার করা হল দুই তৃণমূল কর্মীকে। ধৃত দুই তৃণমূল নেতার নাম শরত্‍ হাঁসদা ও গৌতম দাস৷ আজ ভোররাতে তাঁদের গ্রেফতার করা হয়৷ ধৃত ২ তৃণমূল কর্মীকে দুবরাজপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল শনিবার বীরভূমের মেটেগ্রামে খুন হন সিপিআইএম নেতা ভাস্কর মজুমদার। গুলিবিদ্ধ
হয়েছেন আরও এক সিপিআইএম সমর্থক। মেটে গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গতকাল
তৃণমূলের বাইকবাহিনী গ্রামে ঢুকে তফসিলি পাড়ায় লুঠপাট চালায়। কয়েকটি
বাড়িতে আগুন ধরানো হয়।

মহিলাদের শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে। আতঙ্কিত সিপিআইএম সমর্থকেরা আশ্রয়
নেন ভাস্কর মজুমদারের বাড়িতে। হামলাকারীরা ভাস্কর মজুমদারকে বাড়ি থেকে
টেনে এনে গুলি করে খুন করে। গুলিবিদ্ধ হন ঈশ্বরদাস নামে আরও এক সিপিআইএম
সমর্থক।

আজ বারো ঘন্টার দুবরাজপুর বন্‌ধ-এর ডাক দেয় বীরভূম জেলা বামফ্রন্ট। গোটা জেলা জুড়ে প্রতিবাদ কর্মসুচীও পালন করাও হল আজ।






First Published: Sunday, June 16, 2013, 12:35


comments powered by Disqus