Duckback factory crissis

দু`বছর বন্ধ ডাকব্যাকের কর্মীরা, ২৯ মাস বন্ধ বেতনও

দু`বছর বন্ধ ডাকব্যাকের কর্মীরা, ২৯ মাস বন্ধ বেতনও গত ২৯ মাস ধরে বেতন পাচ্ছেন না পানিহাটির ডাকব্যাকের কর্মীরা। দু`বছর ধরে বন্ধ উৎপাদন। কারখানায় শ্রমিক ইউনিয়ন তৃণমূলের হাতেই।শ্রমমন্ত্রী এবং শিল্পমন্ত্রীর কাছে দরবার করেছেন শ্রমিকরা। অভিযোগ তাতেও কোনও লাভ হয়নি। কী কারণে বন্ধ কারখানা? তা নিয়ে মুখ খোলেনি মালিকপক্ষ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন শ্রমিকরা।

২৯ মাস ধরে বেতন বন্ধ। প্রায় অর্ধাহারে দিন কাটছে সাড়ে চারশো পরিবারের। কিন্তু কেন এই পরিস্থিতি? উত্পাদন কি বন্ধ হয়ে গিয়েছে পানিহাটির এই কারখানায়?

আর এখান থেকেই উঠছে প্রশ্ন। কেন কারখানা চালাতে এত অনীহা কর্তৃপক্ষের? প্রশ্ন উঠছে কী করছে এই কারখানার শ্রমিক সংগঠন? ঘটনাচক্রে উনিশশো আটানব্বই সাল থেকে আইএনটিইউসি-র সংগঠন রয়েছে কারখানায়। যার প্রেসিডেন্ট সাংসদ সৌগত রায়।

First Published: Saturday, February 1, 2014, 19:51


comments powered by Disqus