Dumdum to get new terminal, নতুন টার্মিনাল চালু হবে দমদম বিমানবন্দরে

নতুন টার্মিনাল চালু হবে দমদম বিমানবন্দরে

নতুন টার্মিনাল চালু হবে দমদম বিমানবন্দরেআগামী বছরের জুন মাস থেকেই চালু হয়ে যাবে দমদম বিমানবন্দরের নতুন টার্মিনাল। সোমবার এয়ারপোর্ট অ্যাডভাইসরি কমিটির বৈঠক শেষে একথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় মন্ত্রী সৌগত রায়। জানা গেছে নতুন টার্মিনালের প্রায় ৮৭ শতাংশ কাজ শেষ। বাকি কাজ ২০১২ মার্চ মাসের মধ্যেই শেষ হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। প্রায় ২ লক্ষ ৩৩ হাজার স্কোয়ার মিটার এলাকার এই নতুন টার্মিনালে ১৮টি এয়ারবেস রয়েছে। রানওয়ের এলাকা ৮০০ বর্গমিটার বাড়ানো হয়েছে। বছরে প্রায় ২ কোটি যাত্রী এই নতুন টার্মিনাল ব্যবহার করবেন বলে জানা গেছে। তবে নতুন টার্মিনালে নিকাশি ব্যবস্থা নিয়ে সমস্যা এখনও মেটেনি। এবিষয়ে কেএমডিএ ও স্থানীয় পুরসভার সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষের আলোচনা চলছে।

First Published: Monday, December 26, 2011, 21:08


comments powered by Disqus