Last Updated: May 18, 2012 15:55

ক্ষমতায় এলে রাজ্যের সমস্ত বন্ধ কারখানার সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সরকারের প্রায় এক বছর অতিক্রান্ত। সমস্যার সমাধান তো দূরের কথা, অধিকাংশ কারখানাই খোলেনি। এমনকী, কারখানা খোলার দাবি জানাতে এসেও মুখ্যমন্ত্রীর দেখা পেলেন না ডানলপের কাজ হারানো শ্রমিকরা। প্রায় ৩ ঘণ্টা অপেক্ষা করার পর, স্পষ্ট কোনও আশ্বাস ছাড়াই ফিরে গেলেন তাঁরা।
নির্বাচনের আগে সব বন্ধ কারখানা খোলার প্রতিশ্রুতির দিয়েছিলেন তিনি। কিন্তু, সমস্যা সমাধান তো দূরের কথা ডানলপের গেটে পড়েছে তালা। বন্ধ বিড়লা জুটমিলও। শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসুকে বারবার বলেও কোনও সুরাহা হয়নি। শেষ পর্যন্ত শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়ির সামনে গিয়ে হাজির হন কারখানার শ্রমিকরা।
প্রতিদিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাঁরা যান তাঁদের অনেকের সঙ্গেই কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও সেই আশাতেই দাঁড়িয়ে ছিলেন শ্রমিকরা। দেখা করে সমস্যার কথা শোনা তো দূরের কথা, পুলিস ব্যারিকেডের মধ্যেই টানা ৩ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হল তাঁদের। মুখ্যমন্ত্রীর দেখা না-পেয়ে বিক্ষোভও দেখান তাঁরা। তার পর বাড়ি ফেরেন প্রতিশ্রুতিভঙ্গের হতাশা নিয়ে।
কীভাবে সমস্যার সমাধান হবে বন্ধ কারখানাগুলির? একবছরে পা দিতে চলেছে নতুন সরকার। কিন্তু, বন্ধ কারখানা খোলার বিষয়ে এখনও পর্যন্ত সত্যি কি কোনও উদ্যোগ নিতে দেখা গিয়েছে তৃণমূলের এই সরকারকে? নাকি, সবটাই শেষ পর্যন্ত রয়ে গেল প্রতিশ্রুতির মোড়কে।
First Published: Friday, May 18, 2012, 15:55