বৈঠকে বসল ডানলপ বোর্ড, dunlop board meeting starts

বৈঠকে বসল ডানলপ বোর্ড

বৈঠকে বসল ডানলপ বোর্ডডানলপের সাহাগঞ্জ কারখানার ভবিষ্যত নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন সংস্থার কর্তারা। শুরু হয়েছে বোর্ড মিটিং। এই বৈঠকেই ঠিক হয়ে যাবে কারখানা পুনরায় চালু করার ব্যাপারে ডানলপ কর্তৃপক্ষ আদৌ আগ্রহী কিনা। গত সাতই অক্টোবর কারখানা বন্ধের নোটিস জারি করেছিল কারখানা কর্তৃপক্ষ। এরপর দফায় দফায় বৈঠক সত্ত্বেও অচলাবস্থা কাটেনি। শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু জানিয়ে দিয়েছেন, সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস আগে প্রত্যাহার করতে হবে কর্তৃপক্ষকে। আজ ডানলপ কর্তৃপক্ষ কারখানার ব্যাপারে কী সিদ্ধান্ত নেন, তার উপরেই নির্ভর করছে সরকারের পরবর্তী পদক্ষেপ।

First Published: Friday, October 21, 2011, 15:25


comments powered by Disqus