ব্যার্থ ত্রিপাক্ষিক বৈঠক, আপাতত ডানলপ খোলার সম্ভাবনা নেই

ব্যার্থ ত্রিপাক্ষিক বৈঠক, আপাতত ডানলপ খোলার সম্ভাবনা নেই

Tag:  dunlop meeting failed
ব্যার্থ ত্রিপাক্ষিক বৈঠক, আপাতত ডানলপ খোলার সম্ভাবনা নেইত্রিপাক্ষিক বৈঠকে ডানলপ সমস্যার জট কাটল না । আপাতত ডানলপ কারখানা খোলার সম্ভাবনা নেই। ২০০৬ সাল থেকে এপর্যন্ত বকেয়া মেটানো-সহ বেশ কয়েকটি দাবি জানায় শ্রমিক সংগঠনগুলি। কারখানা বন্ধ থাকাকালীন যে ১৭ জন কর্মীর মৃত্যু হয়েছে, তাঁদের পাওনা মিটিয়ে দেওয়ার দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ। এর সঙ্গে শ্রমিকদের একমাসের বেতন মিটিয়ে দেওয়ারও আশ্বাস দেওয়া হয়। তবে বকেয়া পাওনার দাবি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি মালিকপক্ষ। ২০১১ সালের আটই অক্টোবর থেকে বন্ধ রয়েছে সাহাগঞ্জের ডানলপ কারখানা। বর্তমানে ৭৯০ জন কর্মী রয়েছেন ডানলপে।   

First Published: Friday, May 25, 2012, 21:06


comments powered by Disqus