Last Updated: April 3, 2012 08:54

সাহাগঞ্জে ডানলপ কারখানা খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে একথা জানাল রাজ্য সরকার। এরপরই হাইকোর্ট জানিয়ে দেয়, বুধবার ডানলপ কারখানার সম্পত্তির তালিকা তৈরি করবেন লিক্যুইডিটর। কারখানা খোলার ব্যাপারে সব পক্ষই আদালতে আসতে পারে জানিয়েছে উচ্চ আদালত। এ নিয়ে পরবর্তী শুনানি আগামী ১৮ এপ্রিল।

অপরদিকে সাহাগঞ্জের ডানলপ কারখানা খোলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন পবন রুইয়া। দু-এক দিনের মধ্যেই এব্যাপারে সরকারকে নিজেদের প্রস্তাব জানাবে ডানলপ কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এ নিয়ে কারখানার দু`টি শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা। গত বছর অক্টোবরে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলানো হয়েছিল ডানলপে। গত পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে সাহাগঞ্জের ডানলপ কারখানা। এই অবস্থায়, গত ২৬ মার্চ ডানলপে প্রভিশনাল লিক্যুইডেটর বসানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে, ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে আবেদন করেছে ডানলপ কর্তৃপক্ষ।
এর পাশাপাশি, এবার কারখানা খোলার ব্যাপারেও বিশেষ পরিকল্পনা নিয়ে এগিয়ে এল রুইয়া গোষ্ঠী। নতুন পরিকল্পনায় ৫০০জন শ্রমিক কর্মচারীকে নিয়ে খোলা হবে কারখানা। বাকি ২৮০জনের জন্য অন্য পরিকল্পনা রয়েছে মালিকপক্ষের। পবন রুইয়ার দাবি, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রভিশনাল লিকুইডিটরকে স্পেশাল অফিসার হিসেবে কাজ করতে নির্দেশ দিয়েছে। তাই এই অবস্থায় কারখানা খোলার ব্যাপারে কোনও আইনগত অসুবিধা থাকবে না। গতবছরের অগাস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন এখনও পাননি শ্রমিক-কর্মচারিরা। চলতি মাসেই বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন রুইয়া।
First Published: Tuesday, April 3, 2012, 18:26