বাড়তে চলেছে রাজধানী, দুরন্তের ভাড়া

বাড়তে চলেছে রাজধানী, দুরন্তের ভাড়া

বাড়তে চলেছে রাজধানী, দুরন্তের ভাড়াদেশের প্রথম সারির ট্রেনগুলির ক্ষেত্রে আরও একদফা বাড়তে চলেছে যাত্রীভাড়া। বাড়তি ভাড়া কার্যকর হবে  রাজধানী, দুরন্ত এবং শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে। ভাড়া বাড়বে ১৫ থেকে ২০ টাকা।

রেলের একটি সূত্র জানাচ্ছে, যাত্রীদের উন্নতমানের খাবার সরবরাহের জন্যই এই ভাড়া বাড়ানো হচ্ছে। খুব দ্রুতই এই বাড়তি ভাড়ার কথা ঘোষণা করা হবে বলে জানিয়েছে ওই সূত্র। দশ বছর পর গত ২২ জানুয়ারি থেকেই মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। তবে তার মধ্যে রাজধানী, দুরন্ত এবং শতাব্দীর ক্যাটারিং সার্ভিসকে ধরা হয়নি। সেই খাতেই এই তিন ধরনের ট্রেনের ভাড়া বাড়তে চলেছে।  

First Published: Monday, January 28, 2013, 10:12


comments powered by Disqus