উত্‍সবে মেতেছে ত্রিপুরা

উত্‍সবে মেতেছে ত্রিপুরা

উত্‍সবে মেতেছে ত্রিপুরা দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে ত্রিপুরা। শুধু  বাঙালিদের কাছেই নয়, রাজ্যের বেশিরভাগ উপজাতির কাছেই এই উত্সব সমান আকর্ষণীয়। কয়েকবছর আগেও জঙ্গিদের উপদ্রুবের জেরে উপজাতি প্রভাবিত কয়েকটি এলাকায় পুজোর আনন্দ অনেকটাই ম্লান হয়ে যেত। পশ্চিম ত্রিপুরার দুই উপজাতি গ্রাম টাকারজলা এবং জম্পুইতলা একসময় ছিল জঙ্গিদের আঁতুরঘর। কিন্তু আজ পরিস্থিতি পাল্টেছে। জঙ্গিদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধ এবং পুলিসের অভিযানে অনেকটাই শান্তি ফিরেছে এই দুই গ্রামে। পুজোও হচ্ছে ধুমধাম করে। দুর্গোত্সব উপলক্ষে গোটা রাজ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

First Published: Sunday, October 2, 2011, 16:10


comments powered by Disqus