রাজধানীতেও উত্‍সবের মেজাজ, durgapuja in delhi.

রাজধানীতেও উত্‍সবের মেজাজ

 রাজধানীতেও উত্‍সবের মেজাজরাজ্যের পাশাপাশি শারদোত্‍সবের আনন্দে মেতে উঠেছে রাজধানী দিল্লিও।
বেশ কয়েকটি বড় মাপের পুজো হয় এখানে। তার মধ্যে অন্যতম চিত্তরঞ্জন পার্কের পুজো। 
এবারও পাঁচ-ছটি পুজো হচ্ছে এখানে। নজরকাড়া পুজোর মধ্যে রয়েছে মেলা গ্রাউন্ডের পুজো।
এই পুজো এবার সাঁইত্রিশ বছরে পা দিল।
মণ্ডপসজ্জা নয়, এই পুজোয় অভিনবত্বের ছোঁয়া রয়েছে প্রতিমায়।
সকাল থেকে মেলা গ্রাউন্ডে ভিড় করেছেন দিল্লির বাঙালিরা।
এখানকার মূল আকর্ষণ আনন্দমেলা।
চিত্তরঞ্জন পার্ক ছাড়াও বৈশালী এবং ময়ূরবিহারেও শারদোত্‍সবে মাতেন প্রবাসী বাঙালিরা। 
পুজো হয় দিল্লি কালীবাড়িতেও।

First Published: Sunday, October 2, 2011, 20:21


comments powered by Disqus