শারদোত্‍সবে মাতোয়ারা মুম্বই, durgapuja in mumbai

শারদোত্‍সবে মাতোয়ারা মুম্বই

শারদোত্‍সবে মাতোয়ারা মুম্বই বাণিজ্যনগরী মু্ম্বইও মেতে উঠেছে দুর্গোত্‍সবের আনন্দে। শুধুমাত্র বাঙালীর পুজো নয়,
দুর্গাপুজো সেখানে হয়ে উঠেছে মিলনোত্‍সব। মুম্বইয়ের পূর্ব শহরতলির অন্যতম পুজো
পাওয়াই বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজো। এবার এখানকার পুজোয় বিশেষ সাংস্কৃতিক
অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। এজন্য কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগার ও আলিপুর
সংশোধনাগার থেকে চল্লিশ জন কয়েদিকে নিয়ে যাওয়া হয়েছে। আজ মণ্ডপ চত্বরে রবীন্দ্রনাথের
বাল্মীকি প্রতিভা নাটকটি মঞ্চস্থ করবেন তাঁরা। শুধু আজ নয়, প্রতিদিনই অবশ্য এখানে থাকছে
বিভিন্ন বিচিত্রানুষ্ঠানের আয়োজন। সকালে রীতি মেনে দেবীর বোধন দিয়ে শুরু হয় মহাষষ্ঠীর
পুজো। এরপর দুপুরে বসে আড্ডার আসর। মুম্বইয়ের বিখ্যাত মুখার্জি বাড়ির পুজোই হোক,
বা  গায়ক অভিজিতের দুর্গাপুজো, সর্বত্রই আজ এক ছবি। বোধনের দিন থেকেই উত্‍সবের আনন্দ
এখানে মাতিয়ে রেখেছে সকলকে।

First Published: Sunday, October 2, 2011, 19:47


comments powered by Disqus